ব্রাজিলের ‘গাবিগোলে’ চোখ বার্সেলোনার

ব্রাজিলের ভবিষ্যত তারকা গাব্রিয়েলের দিকে চোখ রয়েছে বার্সেলোনার। একের পর এক গোল করে সংবাদমাধ্যমে 'গাবিগোল' খেতাব পেয়ে যাওয়া সান্তোসের এই ফরোয়ার্ড নেইমার চুক্তিরই অংশ হিসেবে আছে বলে ব্রাজিলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2014, 01:04 PM
Updated : 10 Sept 2014, 01:04 PM

১৮ বছর বয়সী গাব্রিয়েল এরই মধ্যে সান্তোসের মূল দলের হয়ে ৩১ ম্যাচে ১৬ গোল করেন। তাকে ধরা হচ্ছে নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল প্রতিভা হিসেবে।

গ্লোবোস্পোর্ত জানায়, ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে ৮ কোটি ৬০ লাখ ইউরোয় নেয়ার সময়ই গাব্রিয়েলকে নেয়ার বিষয়টি চুক্তির মধ্যে রাখা হয়। চুক্তি অনুযায়ী গাব্রিয়েলকে কেনার জন্য প্রথম সুযোগ পাবে বার্সেলোনা।

তবে গাব্রিয়েলের জন্য বার্সেলোনাকে ‘বাইআউট ফি’ দিতে হবে, যা প্রায় ৫ কোটি ইউরো।

এরই মধ্যে ব্রাজিলের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন গাব্রিয়েল। তবে সান্তোসের এই বিস্ময়বালককে ২০১৬ সালের জানুয়ারির আগে নিতে পারবে না বার্সেলোনা। স্পেনের লা লিগার এই ক্লাবটির ওপর ফিফার দলবদলের নিষেধাজ্ঞা আছে।