দি মারিয়ার অর্জনে অর্থপ্রাপ্তি রিয়ালের

আনহেল দি মারিয়ার ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জয়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হয়ত রিয়াল মাদ্রিদও প্রার্থনা করবে। আর্জেন্টিনার ফরোয়ার্ড এই পুরস্কার জিতলে দুটি দলই লাভবান হবে। ইউনাইটেড তার ভালো খেলার ফল পাবে, আর রিয়াল লাভবান হবে আর্থিক দিক দিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 09:13 AM
Updated : 9 Sept 2014, 01:12 PM

ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড (৫ কোটি ৯৭ লাখ পাউন্ড) গড়ে রিয়াল মাদ্রিদ থেকে গত মাসে দি মারিয়াকে দলে টানে ইউনাইটেড।

দি মারিয়ার দলবদলের সময় ট্রান্সফার ফির সঙ্গে বেশ কিছু শর্তও জুড়ে দেয় রিয়াল মাদ্রিদ। সেই শর্তগুলোর অন্যতম একটি ফিফা ব্যালন ডি'অর জয় নিয়ে। আর্জেন্টিনার ফরোয়ার্ড যদি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তবে রিয়াল মাদ্রিদকে বাড়তি ৪০ লাখ পাউন্ড দিতে হবে ইউনাইটেডের।

এমনিতে কিন্তু দি মারিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ভালো যাচ্ছে না। দি মারিয়া জানান, তিনি রিয়াল মাদ্রিদেই থাকতে চেয়েছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের দাবি আর্জেন্টিনার এই তারকার অনেক অর্থের দাবি তারা মেটাতে পারতেন না।