ইংরেজি শিখছেন দি মারিয়া

শুধু ফুটবল কৌশল জানলেই হবে না, নতুন ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ইংরেজিটাও শিখতে হবে আনহেল দি মারিয়াকে। সে লক্ষ্যে ইংরেজি শিক্ষকের অধীনে নিয়মিত ভাষা শিক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2014, 02:13 PM
Updated : 6 Sept 2014, 02:13 PM

অনিচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়তে হলেও ইউনাইটেডে এসে অখুশি নন দি মারিয়া। বরং বেশ আনন্দেই আছেন বলে জানান তিনি।

ইংরেজি শেখার বিষয়ে তিনি বলেন, "এখনও আমি ইংরেজিতে কথা বলি না, তারা (ইউনাইটেড) আমাকে একজন শিক্ষক দিয়েছে। সাহয্যের দরকার হলে আমি (হুয়ান) মাতাকে ডাকি।"
স্পেনের মিডফিল্ডার মাতাও এই মৌসুমে চেলসি থেকে ইউনাইটেডে যোগ দেন। দুই জনের ভাষাই স্প্যানিশ।
এই মৌসুমেই ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে ইংল্যান্ডের দলটিতে যোগ দেন ২৬ বছর বয়সী দি মারিয়া।
কোচ লুইস ফন গালও এই মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে যোগ দেন। দায়িত্বের শুরুতেই অনেক নিয়মের মাঝে ইংরেজি ভাষা শেখাটাও অন্য ভাষার সব খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক করেন ফন গাল।