সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিতে গিয়ে অজ্ঞান

গত মৌসুমে ডাচ লিগে সর্বোচ্চ গোলদার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন আলফ্রেড ফিনবোজাসন। কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে গিয়ে আয়োজকদের ভড়কে দিলেন এ মৌসুমে রিয়াল সোসিয়েদাদে যোগ দেয়া এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2014, 08:25 AM
Updated : 5 Sept 2014, 08:25 AM

২০১৩-১৪ মৌসুমে ডাচ লিগে হিরেনভিনের হয়ে খেলেছিলেন ২৫ বছর বয়সী ফিনবোজাসন। আইসল্যান্ডের এই ফরোয়ার্ড করেছিলেন ২৯টি গোল। আমস্টারডামের অনুষ্ঠানে দেয়া হয়েছে এরই পুরস্কার।

মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই খারাপ লাগছিল ফিনবোজাসনের। একটু পরে কিছু সময়ের জন্য অজ্ঞানই হয়ে পড়েন। আশেপাশের সবাই ছুটে যান তাকে ধরার জন্য। তবে শেষ পর্যন্ত দ্রুত সেরে উঠে পুরস্কার নেয়ার সময় কৌতুকও করেন তিনি।

</div>  </p>