জার্মানির অধিনায়ক শোয়াইনস্টাইগার

মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন জার্মানির কোচ ইওয়াখিম লুভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:03 PM
Updated : 2 Sept 2014, 04:03 PM

ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জেতার পর অবসর নেন অধিনায়ক ফিলিপ লাম।

৩০ বছর বয়সী শোয়াইনস্টাইগারকে অধিনায়ক করার প্রসঙ্গে কোচ লুভ বলেন, “বাস্টিয়ান একজন পরিপূর্ণ নেতা। মাঠে ও মাঠের বাইরে সবসময় সে দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়।”

জাতীয় দলের হয়ে ১০৮টি ম্যাচ খেলে ২৩ গোল করা শোয়াইনস্টাইগার ব্রাজিলে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তবে চোটের কারণে বুধবার আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না শোয়াইনস্টাইগার।