ইপিএলে খেলোয়াড় কেনায় খরচে রেকর্ড

গ্রীষ্মের দল-বদলে খেলোয়াড় কিনতে রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগের দলগুলো। সোমবার শেষ হওয়া এবারের দল বদলে মোট ৮৩ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেছে ক্লাবগুলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 02:01 PM
Updated : 2 Sept 2014, 02:01 PM

আগের রেকর্ডটি ছিল গত বছরের ৬৩ কোটি পাউন্ড। আর ২০১২ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে খরচ করেছিল ৪৯ কোটি পাউন্ড।

এবার ইউরোপের অন্যান্য লিগের দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করা লা লিগার দলগুলোর তুলনায় ইপিএলের ব্যয় প্রায় দ্বিগুণ। এবার লা লিগার দলগুলো মোট খরচ করেছে ৪২ কোটি ৫০ লাখ পাউন্ড।

আর খেলোয়াড় কিনতে ইতালির শীর্ষ লিগ সেরি আর দলগুলোর খরচ ২৬ কোটি পাউন্ড, জার্মানির বুন্দেসলিগার দলগুলোর খরচ ২৫ কোটি পাউন্ড এবং ফরাসি লিগের দলগুলোর খরচ ১০ কোটি পাউন্ড।

ইপিএলের দলগুলোর খরচের হিসেবে রেকর্ড গড়তে সবচেয়ে বড় ভূমিকা ম্যানচেস্টার ইউনাইটেডের। এবছর তারা খেলোয়াড় কিনতে প্রায় ১৫ কোটি পাউন্ড খরচ করে।
আনহেল দি মারিয়াকে রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ কোটি ৯৭ লাখ পাউন্ড দিয়ে কিনতে ব্রিটিশ রেকর্ডও গড়ে দলটি।