স্পেন দল থেকে ছিটকে গেলেন ইনিয়েস্তা

হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ফলে অভিজ্ঞ এই প্লেমেকারকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে এবং মেসিডোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বে খেলতে হবে স্পেনকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 12:05 PM
Updated : 2 Sept 2014, 12:05 PM

ওই দুই আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ সদস্যের দলে ইনিয়েস্তাকে রেখেছিলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।

কিন্তু বাঁ হাঁটুতে সমস্যা বোধ করায় মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে ইনিয়েস্তা যোগ দেবে না বলেই স্পেন তাদের ওয়েবসাইটে জানায়।

লা লিগায় রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেও খেলেননি বার্সেলোনার এই মিডফিল্ডার।

তবে এখন পর্যন্ত ইনিয়েস্তার পরিবর্তে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি দেল বস্ক।

ইউরো ২০১৬-এর বাছাইপর্বে 'সি' গ্রুপে খেলবে গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মেসিডোনিয়া ছাড়াও স্পেনের অন্য প্রতিপক্ষরা হলো ইউক্রেন, বেলারুশ, স্লোভাকিয়া ও লাক্সেমবার্গ।