প্রতিশোধের ম্যাচে নেই মেসি

আশঙ্কাই সত্যি হলো। ডান পায়ের চোটে পেশির চোটে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না লিওনেল মেসির। বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধ নেয়ার ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়াও হলোনা বার্সেলোনা তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 06:14 PM
Updated : 1 Sept 2014, 06:14 PM

সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, সতর্কতার অংশ হিসেবে খেলবেন না মেসি।

এর আগে গত রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জয় পাওয়ার পর মেসির চোটের কথা বার্সেলোনা এক বিবৃতির মাধ্যমে জানায়।

প্রায় দুই মাস আগে, অতিরিক্ত সময়ে গড়ানো বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। আগামী বুধবার জার্মানির ডুসেলডর্ফের প্রীতি ম্যাচে সেই হারের প্রতিশোধের নেয়ার সুযোগ এসেছে দলটির সামনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, চোটের কারণে ফরোয়ার্ড রদ্রিগো প্যালাসিও, ডিফেন্ডার এসেকিয়েল গ্যারায় ও মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেসও বাদ পড়েছেন।

আর্জেন্টিনার নতুন কোচ জেরার্দো মার্তিনো বিকল্প হিসেবে দলে নিয়েছেন মিডফিল্ডার নিকোলাস গাইতান ও ফরোয়ার্ড এরিক লামেলাকে।