রিয়াল মাদ্রিদে ইউনাইটেডের এরনান্দেস

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে হাভিয়ের এরনান্দেসকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ধারের চুক্তির সঙ্গে তাকে স্থায়ীভাবে কেনার পথও রেখে দিয়েছে স্পেনের লা লিগার ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 02:21 PM
Updated : 1 Sept 2014, 02:21 PM

এরনান্দেসের সঙ্গে চুক্তির বিষয়টি সোমবার নিজেদের ওয়েবসাইটে জানায় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ।

ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর হয়ে ভালো খেলা এরনান্দেস রিয়াল মাদ্রিদে ২০১৪-১৫ মৌসুমটা খেলবে।

এ মৌসুমে ইউনাইটেডের হয়ে মাত্র দুটি ম্যাচই খেলেন এরনান্দেস, দুটি ম্যাচই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

তবে ২০১০ সালে গুয়াদালাহারা থেকে ইউনাইটেডে যোগ দেয়া এই ফরোয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ডে ভালো সময়ই কাটান। 

২০১০-১১ মৌসুমে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ৪৪ ম্যাচ খেলে ১৯ গোল করেন তিনি।

পরের দুটি মৌসুমে আর তেমন আলো ছড়াতে পারেননি এরনান্দেস। দুই মৌসুমেই ১০টি করে গোল করেন তিনি।

ইউনাইটেডের হয়ে দুটি প্রিমিয়ার লিগ আর তিনটি কমিউনিটি শিল্ড শিরোপা জেতেন এরনান্দেস।