ব্রাজিল দলে হাল্কের জায়গায় রবিনিয়ো

ব্রাজিল দলে ফিরেছেন রবিনিয়ো। হাল্কের চোটই সান্তোসের এই ফরোয়ার্ডের জন্য ব্রাজিল জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 08:02 AM
Updated : 1 Sept 2014, 10:28 AM

আর ডিভেন্ডার আলেক্স সান্দ্রোর চোটের কারণে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো।

জেনিত সেন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্ক রাশিয়ার এক লিগ ম্যাচে পেশির চোটে পড়েন। কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তার বদলি হিসেবেই ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের তারকা রবিনিয়োকে দলে নেন দুঙ্গা।

রবিনিয়ো ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নামেন ২০১৩ সালের শেষ দিকে। হন্ডুরাস ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ভালো খেলার পরও ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপের দলে রাখেননি স্কলারি।

এসি মিলান থেকে ধারে নিজের পুরানো ক্লাব সান্তোসে আসার পর থেকে ভালোই খেলছেন রবিনিয়ো।

রোববার মার্সেলোকেও দলে ডাকেন ব্রাজিলের কোচ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে এফসি পোর্তোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পাওয়া চোটই সুযোগ করে দেয় রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারকে।

২০১৪ বিশ্বকাপে লুইস ফেলিপে স্কলারির দলের ১০ জনের জায়গা হয়েছে দুঙ্গার ব্রাজিল দলে।

বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ ব্যবধানে হারে তারা।

এরপর স্কলারির জায়গায় ব্রাজিলের কোচ হিসেবে দুঙ্গাকে নিয়োগ দেয় ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।

২০১০ বিশ্বকাপে ব্রাজিলের কোচ দুঙ্গার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরীক্ষা ৫ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এদিন কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তার দল। নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচটি ৯ সেপ্টেম্বর।