ইতালি দলে নেই বালোতেল্লি

আন্তোনিও কোন্তের প্রথম দলে নেই লিভারপুলের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। নেদারল্যান্ডস ও নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ইতালির নতুন এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 02:50 PM
Updated : 31 August 2014, 02:50 PM

আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই ইউভেন্তুসের সাবেক কোচের ইতালি অভিযান শুরু হবে। পাঁচ দিন পর অসলোতে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ খেলবে তার দল।

ইতালির হয়ে ৩৩টি ম্যাচ খেলা এবং চেজারে প্রানদেল্লির বিশ্বকাপ দলে থাকা বালোতেল্লিকে কোন্তে বাদ দেয়ার কারণও আছে। নিষেধাজ্ঞার কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

এই দুটি ম্যাচের জন্য কোন্তে দলে পাচ্ছেন না আন্দ্রেয়া পিরলো আর রিকার্দো মন্তোলিভিওকে; দুজনেই চোটে পড়েছেন।

ইতালি দল: গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি), দানিয়েলে পাদেল্লি (তোরিনো)।

ডিফেন্ডার: দাভিদে আস্তোরি (রোমা), লিওনার্দো বনুচ্চি (ইউভেন্তুস), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), গ্যাব্রিয়েল পালেত্তা (পারমা), আন্দ্রেয়া রানোচ্চিয়া (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), মাত্তেও দারমিয়ান (তোরিনো), দানিয়েলে দে রস্সি (রোমা), মাত্তিয়া দে শিলিও (এসি মিলান), আলেসান্দ্রো ফ্লোরেনসি (রোমা), ইমানুয়েলে জাক্কেরেনি (সান্ডারল্যান্ড), ক্রিস্তিয়ান মাজ্জো (নাপোলি), ক্লাওদিও মার্কিসিও (ইউভেন্তুস), মার্কো পারোলো (পার্মা), মানুয়েল পাসকুয়াল (ফিওরেন্তিনা), আন্দ্রেয়া পোলি (এসি মিলান), মার্কো ভের্রাত্তি (পিএসজি)।

ফরোয়ার্ড: মাত্তিয়া দেস্ত্রো (রোমা), স্তেফান এল শারাওই (এসি মিলান), সেবাস্তিয়ান জোভিনকো(ইউভেন্তুস), চিরো ইম্মোবিলে (বরুসিয়া ডর্টমুন্ড), পাবলো দানিয়েল অসভালদো (ইন্টার মিলান), সিমোনে জাজা (সাস্সুয়োলো)।