কস্তাকে ব্রিটিশ সংস্কৃতি শেখার পরামর্শ

দিয়েগো কস্তাকে ব্রিটিশ ফুটবলের সংস্কৃতি শিখতে হবে। ৬-৩ গোলে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ চেলসির স্ট্রাইকারকে এই পরামর্শ দিয়েছেন এভারটনের কোচ রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:52 PM
Updated : 31 August 2014, 02:45 PM

শনিবার এভারটনের মাঠ গুডিসন পার্কে জোড়া গোল করেন স্পেনের ফরোয়ার্ড কস্তা। এই দুই গোল করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করেন কস্তা।

তবে এতে কোনো আপত্তি ছিল না মার্তিনেসের। তার আপত্তি ম্যাচের সময় কস্তার এভারটনের ফুটবলার সিমাস কোলম্যানকে উত্ত্যক্ত করায়।

কোলম্যানের আত্মঘাতী গোলেই ৩-১ গোলে এগিয়ে যায় চেলসি। এরপর কস্তা এ নিয়ে তার সঙ্গে ঝামেলায় জড়ান।

কস্তার এই আচরণে বেশ কয়েকজন এভারটন খেলোয়াড়ের সঙ্গে কস্তার তর্কও হয়।

ম্যাচ শেষে মার্তিনেস কস্তার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

"বাইরে থেকে প্রিমিয়ার লিগে আসা নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের নৈতিকতা আর সংস্কৃতি বোঝা প্রয়োজন।"

চেলসি কোচ জোসে মরিনিয়ো অবশ্য মনে করেন, ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকারকে অনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রিমিয়ার লিগের ৩ ম্যাচে ৪ গোল করেছেন কস্তা।