বক্সিংয়ে সেরা আনসার

১৩তম জাতীয় ইন্টারমিডিয়েট পুরুষ ও ১ম মহিলা জুনিয়র বক্সিং প্রতিযোগিতার দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:22 PM
Updated : 31 August 2014, 01:22 PM

পুরুষ বিভাগে ৪টি সোনা ও ১টি রূপাসহ মোট ৫টি পদক পায় আনসার। রানার্সআপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি পেয়েছে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ মোট ৩টি পদক।

মহিলা জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জসহ ৫টি পদক। এই বিভাগে ১টি সোনার পদক নিয়ে রানার্সআপ গোলাবাড়িয়া যুব সংঘ দল।

প্রতিযোগিতায় সেরা মহিলা বক্সার হয়েছেন ৪৫ কেজি ওজন শ্রেনীর বাংলাদেশ আনসার দলের শামীমা আক্তার। পুরুষ বিভাগের সেরা বক্সার নির্বাচিত হন ৪৯ কেজি ওজন শ্রেনীর বিকেএসপির মো: আজহারুল ইসলাম।

রোববার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।