ভুল টুইটে গুমর ফাঁক ফালকাওয়ের?

রাদামেল ফালকাওয়ের একটি 'কথিত' টুইট থেকে ফুটবলবিশ্ব যা বোঝার তা ঠিকই বুঝে নিয়েছে। মোনাকোর এই স্ট্রাইকারের ধারে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে এতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 11:11 AM
Updated : 31 August 2014, 11:11 AM

ইউরোস্পোর্টস জানায়, কলম্বিয়ার স্ট্রাইকার ফালকাওয়ের টুইটের একটি ছবি সংবাদমাধ্যমে এসেছে। এতে লেখা 'হালা মাদ্রিদ (এগিয়ে যাও মাদ্রিদ), স্বপ্ন সত্যি হলো'। অনেকের কাছেই 'কথিত' টুইটটির 'স্ক্রিনশট' রয়েছে।

খবরটি দেখে টুইট করে পুরো বিষয়টির ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন ফালকাও। তিনি লেখেন, "আমি টুইটের খবরটি অস্বীকার করছি। এটা আমি লিখিনি এবং টুইটের ছবিটা সাজানো।"

ফালকাওয়ের এই টুইটটি দেখে আবার প্রশ্ন তোলেন সংবাদ সংস্থা এপির সাংবাদিক রব হ্যারিস। তিনি ফালকাওয়ের টুইটার অ্যাকাউন্ডের আরেকটি স্ক্রিনশটের ছবি দিয়ে বলেন,  "ফালকাওয়ের টুইটটি ভূয়া হলে আমি তার টাইমলাইনে যাওয়ার পর অস্বীকারের টুইটটির নিচে কিছু সময় ওটা দেখালো কী করে।"

সম্প্রতি ফালকাওয়ের ধারে এক মৌসুমে জন্য মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। শনিবার ফ্রান্সের লিগ ওয়ানে লিলের বিপক্ষে মোনাকোর ম্যাচে তিনি খেলেননি। তাতে গুঞ্জনটা তাতে আরো জোর হাওয়া পায়।

এবার 'ভুল' টুইটে মনে হয় সত্যি সত্যিই গুমরটাই ফাঁক হয়ে গেল!