সোসিয়েদাদের বিপক্ষেও নেই রোনালদো

জাতীয় দলের পর ক্রিস্তিয়ানো রোনালদো ‘বিশ্রাম’ পেলেন ক্লাব রিয়াল মাদ্রিদেও। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষের লা লিগার ম্যাচে পর্তুগাল ফরোয়ার্ডকে খেলাবেন না তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 04:13 PM
Updated : 30 August 2014, 04:13 PM

লা লিগায় আগামী রোববার সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল।

শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, রোনালদো ভালো আছেন। তবে তিনি শতভাগ ‘ফিট’ নন এবং এ কারণেই দলের সেরা তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি।

চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ দিতেই ২৯ বছর বয়সী এই ফুটবলারকে সোসিয়েদাদের বিপক্ষে খেলাচ্ছেন না কোচ।
গত মৌসুমের শেষ দিক থেকে হাঁটুর চোটে ভুগছেন রোনালদো। কদিন আগে স্পেনের সুপার কাপের ম্যাচে পায়ের পেশিতে চোট পান ইউরোপ সেরার পুরস্কার জেতা এই ফুটবলার।
রোনালদো না থাকায় সোসিয়েদাদের বিপক্ষে শুরুর একাদশে গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের সঙ্গে থাকতে পারেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেস।
‘ফিটনেস’ সমস্যার কারণেই পর্তুগালের হয়ে ইউরোর বাছাই পর্বের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার।
৭ সেপ্টেম্বরে আলবেনিয়ার সঙ্গে ইউরোর বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। এই ম্যাচের জন্য রোনালদোকে বাইরে রেখেই দল ঘোষণা করেন কোচ পাওলো বেন্তো।