বেতনহীন রাশিয়ার কোচ!

ব্রাজিল বিশ্বকাপ থেকে বেতন পাচ্ছেন না রাশিয়ার কোচ ফাবিও কাপেলো ও তার সহকারীরা!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 03:48 PM
Updated : 30 August 2014, 03:48 PM

রাশিয়ার ক্রীড়া মন্ত্রী ভিতালি মুতকো বার্তা সংস্থা ইতার-তাসকে কাপেলোর বেতন বকেয়া থাকার বিষয়টি জানিয়েছেন।

“কাপেলোর সঙ্গে কথা বলার পর বেতন বকেয়া থাকার বিষয়টি আমি জেনেছি।”

জাতীয় দলের কোচের বেতন বকেয়া থাকায় হতাশ ক্রীড়া মন্ত্রীও। তিনিও বুঝে উঠতে পারছেন না, মোটা অঙ্কের বরাদ্দ থাকা সত্ত্বেও কোচের বেতন কেন বকেয়া রেখেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন। তবে মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন দু-এক দিনের মধ্যে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসবেন তিনি।

২০১২ সালে ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে রাশিয়ার জাতীয় দলের হাল ধরেন কাপেলো।

তার অধীনে ২০১৪ বিশ্বকাপে ভালো করতে পারেনি রাশিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।

গত জানুয়ারিতে রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কাপেলোর সঙ্গে চুক্তি নবায়ন করে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বছরে ৯০ লাখ ইউরো পারিশ্রমিক পাওয়ার কথা কাপেলোর।