ভারতে রোনালদিনিয়োকে নিয়ে তোলপাড়

রোনালদিনিয়ো আপাতত তার দেশ ব্রাজিলেই আছেন। কিন্তু ভারতের ফুটবল অঙ্গনে তাকে নিয়ে তোলপাড়। চারদিকে গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাই টাইটানসে নাম লেখাতে যাচ্ছেন এই প্লে-মেকার।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 01:25 PM
Updated : 30 August 2014, 01:27 PM

শুক্রবার ও শনিবার ভারতের গণমাধ্যমের ক্রীড়া পাতায় জায়গা করে নেয় দুইবার ফিফা বর্ষসেরা রোনালদিনিয়োর সঙ্গে চেন্নাই টাইটানসের সম্ভাব্য চুক্তির কথা।

এনডিটিভি, ইন্ডিয়া এক্সপ্রেস, দ্য হিন্দুসহ বিভিন্ন সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে খবর দেয়া হয়, রোনালদিনিয়োর সঙ্গে চুক্তি নিয়ে কথা বলছে চেন্নাই টাইটানস।

তবে এ বিষয়ে পাকা খবর কেউ দিতে পারছে না। ভারতের এক গণমাধ্যম শুধু আরেক গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ দিয়ে যাচ্ছে।

এনডিটিভির অনলাইনের প্রতিবেদনটিতে লেখা হয়, দ্য হিন্দু চেন্নাই টাইটানসের সঙ্গে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক প্লেমেকার রোনালদিনিয়োর আলোচনার খবর দেয়।

আর দ্য হিন্দুর অনলাইনের খবরে কোনো সূত্র উল্লেখ না করে লেখা হয়েছে, তারা বিষয়টি জানতে পেরেছে।

গত মৌসুম শেষে ব্রাজিলের আতলেতিকো মিনেইরো ছাড়ার পর গত অনেক দিন ধরেই রোনালদিনিয়ো মুক্ত খেলোয়াড়। মাঝে ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসে যাওয়ার কথা হচ্ছিল তার। তবে শেষ পর্যন্ত আলোচনা ভেঙে যায়।