বার্সেলোনায় জায়গা পাকা করতে চান দগলাস

চুক্তি শেষে এবার বার্সেলোনার হয়ে মাঠে নামার জন্য মরিয়া দগলাস পেরেইরা। স্পেনের লা লিগার ক্লাবটির রক্ষণভাবে জায়গা করে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 12:26 PM
Updated : 30 August 2014, 12:26 PM

বার্সেলোনা দলে জায়গা পাওয়ার জন্য দগলাসকে লড়তে হবে স্বদেশি দানি আলভেস ও স্পেনের মার্তিন মনতোয়ার সঙ্গে। 

কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করে এ দুজনকে পেছনে ফেলতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসী দগলাস। বার্সেলোনায় তার গায়ে দেখা যাবে ১৬ নম্বর জার্সি।

“এই শার্টটি (বার্সেলোনার জার্সি) দেখার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পেরেছি, এখানে আমি কী করতে যাচ্ছি। জায়গা করে নেয়ার জন্য কোচের সঙ্গে কাজ করব এবং আমার কাছে তিনি যা চান, তাই করব।”

শুক্রবার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন ব্রাজিলের দগলাস।

এর আগে বিমানবন্দরে নেমেই বার্সেলোনায় নাম লেখাতে পারাকে ‘স্বপ্ন পূরণ’ বলে উল্লেখ করেছিলেন দগলাস।

আপাতত ৪০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিলেন দগলাস। তবে পরবর্তীতে এটা আরো ১৫ লাখ বাড়তে পারে। সেটা অবশ্য নির্ভর করবে বার্সেলোনায় তার ম্যাচ খেলার সংখ্যা আর পারফরম্যান্সের ওপর।