ম্যানচেস্টার ইউনাইটেডে এবার ব্লিন্ড

নেদারল্যান্ডসের ডালে ব্লিন্ডকে ওল্ড ট্র্যাফোর্ডে আনার ব্যাপারে আয়াক্স আমস্টারডামের সঙ্গে কথা পাকাপাকি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 11:49 AM
Updated : 30 August 2014, 11:49 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিন্ডের মেডিকেল পরীক্ষা ও ব্যক্তিগত কিছু শর্তের নিষ্পত্তি হলেই আনুষ্ঠানিক চুক্তি হবে।

চুক্তির পর ব্লিন্ড হবেন লুইস ফন গালের দলে আসা পঞ্চম নতুন ফুটবলার।

গ্রীষ্মকালীন দলবদলের বাজার থেকে এরই মধ্যে চার জন ফুটবলার দলে টেনেছে ম্যানইউ। লেফট ব্যাক লুক শ, মিডফিল্ডার আন্দের এররেরা, আক্রমণাত্মক মিডফিল্ডার আনহেল দি মারিয়া ও ডিফেন্ডার মার্কোস রোহোর পেছনে মোট ১৩ কোটি পাউন্ড গুণেছে তারা।

২৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফন গালের ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। গত বিশ্বকাপে ব্রাজিলে বিপক্ষের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে প্রথম গোল পান তিনি।

২০০৮ সাল থেকে আয়াক্সের হয়ে খেলছেন ব্লিন্ড। এই পর্যন্ত ১২০ ম্যাচে ৩টি গোল করেছেন তিনি।