কাজের ছাড়পত্রের অপেক্ষা আর্জেন্টিনার রোহোর!

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহোর এখনো মাঠে নামা হয়নি। এখনো কাজের ছাড়পত্রই পাননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 12:40 PM
Updated : 29 August 2014, 12:40 PM

রোহো তার স্বদেশি ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার আগে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। ক্লাবটির হয়ে মাঠে মনে হয় দি মারিয়ার পরেই নামতে হবে রোহোকে।

ওল্ড ট্র্যাফোর্ডে দি মারিয়ার পরিচিতি অনুষ্ঠানে রোহো সম্পর্কে কোচ লুইস ফন গালের কথাতেই সেটা বোঝা যায়।

“রোহো তার ছাড়পত্র নিয়ে কাজ করছে। সে মাদ্রিদে আর্জেন্টিনার দূতাবাসে আছে। তবে যতটা ধারণা করা হয়েছিল, এর চেয়ে বেশি সময় লাগবে।"

কাজের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে দি মারিয়ার চেয়ে রোহোর পিছিয়ে থাকার কারণ একটাই বলে উল্লেখ করেন ফন গাল; দি মারিয়ার ইতালির পাসপোর্ট আছে, রোহোর তা নেই।

ব্রাজিল বিশ্বকাপে নজর কাড়া এই ডিফেন্ডারকে পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবন থেকে ১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে ৫ বছরের জন্য দলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।