দি মারিয়া স্বপ্ন দেখালেও বাস্তববাদী ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েই আনহেল দি মারিয়া ‘অনেক শিরোপা’ জয়ের কথা বললেও কোচ লুইস ফন গাল এখনই স্বপ্ন দেখছেন না। ক্লাব সমর্থকদেরও এখনই আর্জেন্টিনার এই তারকার কাছ থেকে ‘অলৌকিক’ কিছুর প্রত্যাশা করতে বারণ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 10:29 AM
Updated : 29 August 2014, 10:29 AM

৫ কোটি ৯৭ লাখ পাউন্ডের ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে আনা দি মারিয়ার হাতে গত বৃহস্পতিবার ক্লাবের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি তুলে দেন ফন গাল।

ওল্ড ট্র্যাফোর্ডে পরিচিতি অনুষ্ঠানেই সমর্থকদের উদ্দেশে একটা সতর্কবানী দেন ইউনাইটেডের ডাচ কোচ।

“মাত্র দুই দিনের অনুশীলনের পরই আমরা আশা করতে পারি না যে, সে অলৌকিক কিছু করবে। না, অলৌকিক কিছু ঘটানোর জন্য তাকে কাজ করতে হবে এবং তা সে জানে।”

দি মারিয়াকে রিয়াল মাদ্রিদ থেকে কেন নিয়ে এলেন, এর ব্যাখ্যা দেন ফন গাল।

“সে একজন দলীয় খেলোয়াড়, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণেই দি মারিয়াকে আমার ভালো লাগে।”