‘কঠিন’ প্রতিপক্ষ নিয়ে ভাবনা বার্সেলোনার!

তিন লিগ চ্যাম্পিয়নের গ্রুপে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটু যেন চিন্তিত বার্সেলোনা। ক্লাবের সহ-সভাপতি জর্দি মেস্ত্রে বার্সেলোনার গ্রুপটিকে 'কঠিন' বলেই আখ্যা দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 08:14 AM
Updated : 29 August 2014, 08:14 AM

বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ‘এফ’ গ্রুপে পড়ে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন আয়াক্স, সাইপ্রাসের চ্যাম্পিয়ন আপোয়েল আর ফ্রান্সের লিগ ওয়ানের শিরোপা জেতা পিএসজি।

ড্রর পর প্রতিক্রিয়ায় মেস্ত্রে বলেন, “আমার কাছে, এটা কঠিন গ্রুপ।”

এমনকি গ্রুপে তুলনামূলক দুর্বল দল আপোয়েলকে নিয়েও চিন্তিত বার্সেলোনার সহ-সভাপতি!

“পিএসজি কঠিন এক দল। আয়াক্সের বিপক্ষে গত মৌসুমে খেলেছি আমরা এবং তারাও কঠিন দল। শুরুতে আপোয়েল সহজ দল হতে পারে, তবে আমরা এই বিষয়ে ভরসা করি না।”

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল দ্বিতীয় রাউন্ডে যাবে। ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সেলোনার তাই অতটা না ভাবলেও চলে। ভাবনাটা আসলে তাদের প্রতিপক্ষদের। অনেক দিন ধরেই একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখা পিএসজি যেমন গ্রুপ প্রতিপক্ষদের নিয়ে সতর্ক। ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফির কথাতেই তা স্পষ্ট।

“অবশ্যই আমি বার্সেলোনাকে অনেক সমীহ করি। এটা বড় এক ক্লাব। তারা চারবার (চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে। আয়াক্সকেও ভোলা যাবে না। তারাও চারবার জিতেছে।”

প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও পিএসজি ছেড়ে কথা বলবে না বলেই হুমকি দিয়ে রাখলেন খেলাইফি।

“ফুটবল ক্লাব হিসেবে আমরা তাদের সমীহ করি। আমরা নিজেদের সবকটি ম্যাচই জিততে এবং সবসময় তিন পয়েন্ট পেতে চেষ্টা করব।”