পা ভেঙে মাঠের বাইরে জিরুদ

মৌসুমের শুরুতেই একটা ধাক্কা খেল আর্সেনাল। চোট পাওয়া ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদকে চার মাসের জন্য হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:58 AM
Updated : 28 August 2014, 10:23 AM

বুধবার জিরুদের পায়ে দ্বিতীয় দফা স্ক্যান করা হয়। রিপোর্ট ভালো আসেনি। বাঁ পায়ের জঙ্ঘাস্থি ভেঙেছে তার।

বাসায় ভাঙা পা নিয়ে আর্সেনালের খেলা দেখছেন জিরুদ

আর্সেনাল কর্তৃপক্ষ জানিয়েছে পা ভেঙে যাওয়ায় চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে লিগের প্রথম ম্যাচেই গোল পাওয়া জিরুদকে।

গত শনিবার এভারটনের বিপক্ষের ম্যাচে আর্সেনালকে সমতায় ফেরানো গোল করেন ২৭ বছর বয়সী জিরুদ। ওই ম্যাচেই শেষ মূহুর্তে চোট পান তিনি।

চোটের কারণে অনেক আগে থেকেই দলে নেই থিও ওয়ালকট। এবার জিরুদকে হারিয়ে মৌসুমের শুরুতে আরো বিপদে পড়ে গেল আর্সেনাল।

তবে এই মুহুর্তে স্ট্রাইকার কেনার কথা ভাবছেন না আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গার।

“আপনারা জানতে চাইতে পারেন, জিরুদের জায়গা পূরণে আমরা কাউকে কেনার কথা ভাবছি কি না। এই মূহুর্তে আমার উত্তর-না।”