ক্যামেরুনকে বিদায় বললেন এতো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্যামেরুনের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার স্যামুয়েলে এতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 09:13 AM
Updated : 28 August 2014, 09:13 AM

বুধবার নিজের টুইটার, ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে অবসর নেয়ার কথা জানান এতো।

ফলে আফ্রিকান নেশন্স কাপের আগামী আসরে আর ক্যামেরুন হয়ে খেলছেন না তিনি। ২০১৫ সালে মরক্কোতে হবে আফ্রিকান নেশন্স কাপের পরের আসর।

ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষের ম্যাচটিই ‘অদম্য সিংহ’ বলে পরিচিত ক্যামেরুনের হয়ে এতোর শেষ মাঠে নামা হয়ে থাকল।

তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে যোগ দিয়েছেন তিনি

বিদায়বেলায় আফ্রিকা ও বিশ্বজুড়ে থাকা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে খেলা এতো।

১৯৯৭ সালে কোস্টা রিকার বিপক্ষের প্রীতি ম্যাচ দিয়ে ক্যামেরুনের জার্সিতে অভিষেক হয় এতোর। দেশের হয়ে ১১৮ ম্যাচে ৫৬ গোল করেন তিনি।

ক্যামেরুনের হয়ে দুটি আফ্রিকান নেশন্স কাপ (২০০০ ও ২০০২) জয় করেন এতো। ২০০০ অলিম্পিকে সোনাজয়ী ক্যামেরুন ফুটবল দলেও ছিলেন তিনি।