সানচেসের গোলে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল

বাছাই পর্বের বাধা পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল। বেসিকটাসের বিপক্ষে ইংল্যান্ডের দলটির জয়ে একমাত্র গোলটি করেন তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 05:12 AM
Updated : 28 August 2014, 06:16 PM

তুরস্কের প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর ১-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ দল হিসেবে ইউরোপ সেরার প্রতিযোগিতায় আর্সেনালের খেলা নিশ্চিত হয়।

বুধবার এমিরেটস স্টেডিয়ামে ৪৫তম মিনিটে মহামূল্যবান গোলটি করেন সানচেস। ৩ কোটি ৫ লাখ পাউন্ডে বার্সেলোনা থেকে আর্সেনালে আসার পর এটাই চিলির তারকা স্ট্রাইকারের প্রথম গোল।

খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাথিউ দেবুশি। তবে দশ জন নিয়ে খেললেও টানা ১৭তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের থাকা নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

দিনের অন্য ম্যাচে আরিৎস আদুরিসের জোড়া গোলে ইতালির নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে স্পেনের চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে আথলেতিক বিলবাও।

নাপোলির মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফেরা বিলবাও নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে। ৪৭তম মিনিটে নাপোলিকে এগিয়ে নেয়া গোলটি করেন মারেক হামসিক।

এর পরই যেন জেগে উঠে বিলবাও। ৬১ থেকে ৭৪তম মিনিটে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ইতালির দলটির বিদায় নিশ্চিত করে তারা।

৬১ ও ৬৯তম মিনিটে দুটি গোল করেন এদুরিস। আর ৭৪তম মিনিটে স্বাগতিকদের বিজয় নিশ্চিত করা গোলটি করেন ইবাই গোমেস।