স্পেন থেকে অবসরে আলোনসো

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন স্পেনের চাবি আলোনসো। দেশের ফুটবল সংস্থাকে একটি চিঠি দিয়ে জাতীয় দল থেকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 05:57 PM
Updated : 27 August 2014, 05:57 PM

ওই চিঠিতে ৩২ বছর বয়সী আলোনসো বলেন, "স্পেন জাতীয় দল থেকে আমি বিদায় নিচ্ছি।"

আলোনসোর মতে, কখন বিদায় বলতে হবে তা জানাটা সবচেয়ে কঠিন। তবে এই বিষয়ে ভেবে তিনি বুঝতে পেরেছেন যে জাতীয় দলের হয়ে তার সময় শেষ হয়েছে।

২০০৩ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে ধীরে ধীরে নিজেকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে তোলেন আলোনসো। ১১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আলোনসো দেশের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ ছাড়াও দুইবার ইউরোর শিরোপাও জেতেন।

তাই আন্তর্জাতিক ফুটবলে তার অপূর্ণতা বলতে তেমন কিছুই নেই। তারপরও জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হবে না, এটা ভাবতে স্বাভাবিকভাবেই খারাপ লাগছে আলোনসোর। চিঠিতে ওই অনুভূতির কথা লেখেন তিনি।