রিয়াল ছাড়তে চাননি দি মারিয়া

ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড দলে টেনেছে দি মারিয়াকে। তবে আর্জেন্টিনার এই তারকা জানালেন, রিয়াল মাদ্রিদ ছাড়তে চাননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 01:38 PM
Updated : 27 August 2014, 01:59 PM

মঙ্গলবার দি মারিয়ার সঙ্গে ৫ বছরের চুক্তি করে ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সেরা খেলোয়াড়কে নিতে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ড খরচ হয় ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দলটির যা ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড।

ইউনাইটেডে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের উদ্দেশে খোলা চিঠি লেখেন দি মারিয়া যা ছাপা হয় স্প্যানিশ দৈনিক মার্কায়।

"দু:খ, আমাকে এখন যেতে হচ্ছে। কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই যে, এটা আমার কখনোই ইচ্ছা ছিল না।"

অনিচ্ছা স্বত্ত্বেও কেন রিয়াল ছাড়তে হলো, চিঠিতে সেটাও লেখেন দি মারিয়া।

"আমি 'দেসিমা' (চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দশম শিরোপা) জিতে বিশ্বকাপে যাই। আশা ছিল, ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সংকেত পাব, কিন্তু এটা কখনোই আসেনি।"

ক্লাব ছাড়তে হওয়ার দায় রিয়াল কর্তৃপক্ষের কাঁধেই চাপান দি মারিয়া।

"অনেক কিছুই বলা হয়েছে এবং অনেক মিথ্যা ছড়ানো হয়। তারা ক্লাব ছাড়ার বিষয়টি সবসময় আমার ওপর চাপাতে চেয়েছে। কিন্তু তা এমনটি ছিল না।"

তবে প্রিয় ক্লাব ছাড়তে বাধ্য হওয়ার পর এখন ম্যানচেস্টার ইউনাইটেডেই নতুন করে শুরু করতে চান দি মারিয়া। বিশ্বের অন্যতম বড় এই ক্লবটিতে ইতিহাস গড়ার আশা করছেন তিনি।