ফন গালের বদলে 'স্তম্ভিত' ডনসের কোচ

ইংল্যান্ডের তৃতীয় সারির লিগের দল এমকে ডনসের কাছে হারেও 'স্তম্ভিত' হননি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। উল্টো ইউনাইটেডকে এভাবে হারিয়ে না-কি বিস্মিত ডনসের কোচ কার্ল রবিনসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 01:11 PM
Updated : 27 August 2014, 01:11 PM

ক্যাপিটাল ওয়ান কাপে শোচনীয় ভাবে ৪-০ গোলে হেরে যাওয়ার পরও হতাশ না হওয়ার পেছনে যুক্তিও দেখান ফন গাল।

"আমি ধাক্কা খাইনি, কারণ আমি জানতাম এমনটা হতে পারে। একটা নতুন দল এক মাসে তৈরি হতে পারে না।"

এমকে ডনসের বিপক্ষে তাদের মাঠে সোমবার পরীক্ষামূলক দলই নামান ফন গাল। ৪-০ হেরে যাওয়ার পর সেটিকে অবশ্য অজুহাত হিসেবে দাঁড় করাননি এই ডাচ কোচ। এমকে ডনসের ভালো খেলার প্রশংসাও করেন তিনি।

ক্যাপিটাল ওয়ান কাপের ৪ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেডকে হারাতে পেরে আকাশেই ওড়ার কথা ডনসের। কিন্তু ২০০৪ সালে গঠিত হওয়া দলটির কোচের উল্টো মন খারাপ। কারণটাও বলেন তিনি।

"আমি একটা ধাক্কাই খেয়েছি। আমি জানি, সবাই এখন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে লিখবে এবং আমার মনে হয় এটা কিছুটা অন্যায়।"