ইংল্যান্ডকে বিদায় বললেন ল্যাম্পার্ড

বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচটিই ইংল্যান্ডের হয়ে শেষ মাঠে নামা হয়ে রইলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন চেলসির সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 02:34 PM
Updated : 26 August 2014, 02:34 PM

১৯৯৯ সালে ইংল্যান্ড দলে অভিষেক হয় ল্যাম্পার্ডের। ৩৬ বছর বয়সী এই তারকা এরপর থেকে দলের হয়ে ১০৬টি ম্যাচ খেলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না বলে উল্লেখ করেন সম্প্রতি নিউ ইয়র্ক সিটি থেকে ম্যানচেস্টার সিটিতে ধারে খেলতে আসা ল্যাম্পার্ড।

"সিদ্ধান্ত নেয়া খুব কঠিন ছিল। বিশ্বকাপ থেকে এ নিয়ে খুব ভেবেছি।"

ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলতে পারাটা গর্বের বলে জানান ল্যাম্পার্ড।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় ৫টি টুর্নামেন্ট খেলেন ল্যাম্পার্ড। ২৯টি গোল করেন ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ম্যাচ খেলা এই ফুটবলার।

ওয়েস্ট হ্যামের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করা ল্যাম্পার্ড ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটান চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজের এই ক্লাবে ১৩ বছরের ক্যারিয়ারে ৬৪৮ ম্যাচে ২১১ গোল করেন তিনি।