বালোতেল্লির বোধোদয়

লিভারপুলে নাম লিখিয়ে একটি ভুলের কথা মনে পড়ল মারিও বালোতেল্লির। ইংল্যান্ড ছেড়ে এসি মিলানে যোগ দেয়াটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন ইতালির এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 12:41 PM
Updated : 26 August 2014, 12:41 PM

২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালির এসি মিলানে নাম লেখান বালোতেল্লি। আবার ইংল্যান্ডের ফুটবলে ফিরলেন তিনি। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার নাম লেখালেন লিভারপুলে।

আবার ইংল্যান্ডে ফিরতে পেরে নিজের কাছে ভালো লাগছে বালোতেল্লির।

"আমি ফিরতে পেরে খুশি। কারণ আমার ইংল্যান্ড ছাড়াটা ছিল ভুল। আমি ইতালিতে যেতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পেরেছি এটা ভুল ছিল।"

ইংল্যান্ডের ফুটবল নিয়ে নিজের উচ্ছ্বাসের কারণও বলেন বালোতেল্লি।

"ইংল্যান্ডের ফুটবল সাধারণত ভালো। ইংল্যান্ডের ফুটবল সুন্দর।"

লুইস সুয়ারেস বার্সেলোনায় চলে যাওয়ায় লিভারপুলের বিশ্বমানের একজন ফরোয়ার্ড খুব প্রয়োজন হয়ে পড়ে। বালোতেল্লিকে তাই 'ঝুকিঁ' নিয়েই দলে টেনেছেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স।

তবে বালোতেল্লির মান নিয়ে কোনো সন্দেহ নেই রজার্সের। ইতালির ফরোয়ার্ডকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলেই মনে করেন তিনি।