সিমেওনের ভিন্ন বিশ্বাস

রায়ো ভায়েকানোর বিপক্ষে হোঁচট খাওয়ার ম্যাচে ডাগআউটে কোচকে পায়নি আতলেতিকো মাদ্রিদ। তবে দিয়ে সিমেওনে বললেন, তিনি ডাগআউটে থাকলেও এই ফলের হেরফের হতো না। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 11:51 AM
Updated : 26 August 2014, 11:51 AM

গত মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞার কারণে সোমবার রাতে রায়ো ভায়েকানোর মাঠে ডাগআউটে ছিলেন না আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। স্পেনের সুপার কাপে চতুর্থ রেফারির সঙ্গে বিবাদে জড়ানোসহ আরো কিছু নিয়ম ভাঙার জন্য আরো ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পান আর্জেন্টিনার এই কোচ।

গ্যালারিতে বসে দলকে গোলশূন্য ড্র করতে দেখেন সিমেওনে। অনেকেই বলতে শুরু করেছেন, সিমেওনে ডাগআউটে থাকলে ম্যাচের ফল অন্যরতম হতে পারত। তবে সিমেওনে তা মনে করেন না।

"আমার মনে হয়না, মাঠে আমি থাকলেও কিছু উন্নতি হতো।"

দলের এই হোঁচটের দায় ক্লান্তির ওপর চাপালেন সিমেওনে।

"আমরা মঙ্গল ও শুক্রবার খেলে এসেছি এবং ওই দিনগুলোতে দেয়া শ্রমটা দ্বিতীয়ার্ধে অনুভূত হয়েছে।"