বালোতেল্লি 'ঝুঁকি' নিলেন রজার্স

লুইস সুয়ারেসের জায়গা মারিও বালোতেল্লি দিয়ে পূরণ করলো লিভারপুল। তবে উরুগুয়ে স্ট্রাইকারের মতোই ইতালির এই ফরোয়ার্ড যে একটা 'ঝুঁকি', তা স্বীকার করে নিলেন কোচ ব্রেন্ডন রজার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 11:26 AM
Updated : 26 August 2014, 11:26 AM

১ কোটি ৬০ লাখ পাউন্ডে বালোতেল্লিকে এসি মিলান থেকে দলে টানে লিভারপুল। মাঠের বাইরের অনেক অকাণ্ডের জন্য বারবার পত্রিকার শিরোনাম হওয়া বালোতেল্লির জন্য এটাকে শেষ সুযোগ বলেও মনে করেন রজার্স।

"সে জানে যে, এটাই সম্ভবত তার শেষ সুযোগ। সময়ই সব বলবে। অবশ্যই এটা একটা ঝুঁকি।"

তবে বালোতেল্লিকে আরো পরিণত করে গড়ে তোলার চেষ্টা করবে লিভারপুল।

"আমরা তাকে খেলোয়াড় হিসেবে উন্নত করতে এবং পরিণত হতে সাহায্য করতে পারি।"

আগেও ইংল্যান্ডে খেলেন বালোতেল্লি। ২০১৩ সালে এসি মিলানে নাম লেখানোর আগে ম্যানচেস্টার সিটিতে আড়াই বছর কাটান তিনি। এই সময়ে মাঠের বাইরে নানা ঘটনা ঘটিয়ে খবরে আসেন বালোতেল্লি।

সোমবার লিভারপুলে যোগ দেয়ার পর সিটির বিপক্ষে ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন বালোতেল্লি।