লিভারপুলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়াটা লিভারপুলের খেলোয়াড়দের মনে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস করেন কোচ ব্রেন্ডন রজার্স। তিনি বরং ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাই জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 10:52 AM
Updated : 26 August 2014, 10:52 AM

সোমবার ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়াম থেকে ৩-১ গোলে হেরে আসে লিভারপুল

সিটির বিপক্ষে ম্যাচটি বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ করে 'অল রেড' নামে পরিচিত দলটি। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

ম্যাচ শেষে রজার্স প্রথম ৪০ মিনিট থেকে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস খোঁজার কথা বলেন।  

"আমার মনে হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত আমরাই সেরা দল ছিলাম। কিন্তু শেষে এসে তা শেষ হয়ে গেল।"

এই হার দলে কোনো বাজে প্রভাব ফেলবে না বলেই মনে করেন রজার্স।

"এখানে মানসিক কোনো আঘাত নেই। এখনো অনেক পথ বাকি। এটা খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু আমরা এটা সামলে উঠব।"