ক্লান্তিকে দুষলেন আনচেলত্তি

স্পেনের লা লিগায় জয় দিয়ে অভিযান শুরু করার পরও সন্তুষ্ট নন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। করদোবার বিপক্ষে ২-০ গোলের জয়ে ভালো ফুটবল উপহার দিতে পারেনি রিয়াল। এর কারণ হিসেবে ক্লান্তিকে দুষলেন ইতালির এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 09:50 AM
Updated : 26 August 2014, 09:55 AM

সোমবার রাতে করিম বেনজেমার হেড থেকে ৩০তম মিনিটে রিয়াল এগিয়ে গেলেও ৯০তম মিনিট পর্যন্ত সমানে লড়েছে লা লিগায় নবাগত ক্লাবটি।

নিজেদের মাঠে ক্রিস্তিয়ানো রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন ৯০তম মিনিটে।

করদোবার সঙ্গে এভাবে কষ্ট করে জিততে হল বলে কিছু সমালোচনাও শুনতে হয় আনচেলত্তিকে। তিনি এর দায় চাপালেন সপ্তাহের মাঝে দুটি ম্যাচ খেলাকেই।

স্পেনের সুপার কাপের ওই দুটি ম্যাচ খেলোয়াড়দের ক্লান্ত-শ্রান্ত করে দেয় বলেই মনে করেন আনচেলত্তি।

"আমরা ক্লান্ত ছিলাম। মাত্র ৩ দিন আগেই খেলেছি আমরা এবং এত অল্প সময় বিশ্রাম নিয়ে মাঠে নেমে পড়া সহজ নয়।"

তবে সময়ের সঙ্গে রিয়াল মাদ্রিদ আরো শানিত হবে বলেই উল্লেখ করেন ইতালির কোচ।

"আমরা সেরা ফর্মে নেই। আমাদের খেলা আরো ধারাল করতে হবে। কিন্তু আমি নিশ্চিত সময়ের সঙ্গে এটা চলে আসবে।"