রেকর্ড গড়েই দি মারিয়াকে নিচ্ছে ইউনাইটেড

ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়েই রিয়াল মাদ্রিদ থেকে আনহেল দি মারিয়াকে দলে টানতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 09:04 AM
Updated : 26 August 2014, 09:26 AM

গণমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার এই তারকাকে দলে টানতে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ড খরচ হচ্ছে ইংল্যান্ডের ক্লাবটির। টাকার এই অঙ্ক নিয়ে দুই ক্লাব মতৈক্যে পৌঁছেছে।

এর আগে ফের্নান্দো তোরেসকে কিনতে ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ডটি গড়েছিল চেলসি। ২০১১ সালে লিভারপুল থেকে স্পেনের এই ফরোয়ার্ডকে আনতে ৫ কোটি পাউন্ড খরচ করে চেলসি।

দি মারিয়া এখন ম্যানচেস্টার শহরেই আছেন। মঙ্গলবারই তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তিও স্বাক্ষর হয়ে যেতে পারে মঙ্গলবারই।

আগামী শনিবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে দি মারিয়ার ইউনাইটেড-অভিষেক হতে পারে।

দি মারিয়া বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান ২০১০ সালে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দশম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

তবে বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেসকে চুক্তিবদ্ধ করায় দি মারিয়ার দল ছাড়া নিয়ে গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।