খেলোয়াড়ের মৃত্যুর পর আলজেরিয়ায় ফুটবল বন্ধ

গ্যালারি থেকে দর্শকের ছোড়া ঢিলে ক্যামেরুনের ফুটবলার আলবার্ট এবোজের মৃত্যুর পর অনির্দিষ্ট কালের জন্য লিগ স্থগিত করে দিয়েছে আলজেরিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 03:23 PM
Updated : 25 August 2014, 03:23 PM

রোববার এক সভা শেষে এই সিদ্ধান্ত জানায় দেশটির ফুটবল সংস্থা।

খেলোয়াড় মৃত্যুর ঘটনাটি জেএস কাবাইলির মাঠে ঘটলেও, ওই দলের মাঠসহ দেশের সব মাঠেই খেলা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার আলজেরিয়ার লিগে ইউএসএম আলজার ও জেএস কাবাইলির মধ্যে ম্যাচ শেষে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

স্বাগতিক কাবাইলি ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ সমর্থকরা গ্যালারি থেকে নানা কিছু ছুড়তে থাকেন। দর্শকদের ছোড়া সেই সব বস্তুর একটি মাথায় এসে লাগে এবোজের। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান তিনি।

তখনই এবোজেকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ১৭ গোল নিয়ে আলজেরিয়া লিগের ২০১৩-১৪ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওই ম্যাচে কাবাইলি হারলেও দলের একমাত্র গোলটি কিন্তু এবোজেই করেছিলেন।

মৃত এবোজের পরিবারকে অর্থ সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়ার ফুটবল কর্তৃপক্ষ।

ক্লাবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবোজে যত টাকা আয় করতেন তার পুরোটাই তার পরিবারকে দেয়ার পাশাপাশি বাড়তি এক লাখ মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এছাড়া কাবাইলির প্রত্যেক খেলোয়াড় তাদের এক মাসের বেতন দেবে এবোজের পরিবারকে।