মেসি ফিরলেন মেসির মতোই

সেই পুরানো চিত্র। বিরতি শেষে আবার মাঠে গড়াল স্পেনের লা লিগা; সঙ্গে ফিরল মেসির আসল রূপ। স্বাভাবিক কারণেই চারদিকে শুরু হয়ে গেল মেসি-বন্দনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 08:54 AM
Updated : 25 August 2014, 08:49 PM

ম্যাচটি শুরুর আগে ঈশ্বরের কৃপা চেয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মেসি। পূরণ হলো তার এই প্রার্থনা।

এলচের বিপক্ষে নিজেদের মাঠ নউ ক্যাম্পে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে জেতাতে জোড়া গোল করেন আর্জেন্টিনার 'ছোট্ট জাদুকর'।

গত মৌসুমে শূন্য হাতে ফেরা আর বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে স্বরূপে ফেরা মেসিকে সামলাতে বেশ বেগ পেতে হয় এলচের রক্ষণভাগকে।

গোল পেতে মেসিকে অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। ম্যাচের এই সময়টাতে মেসি জ্বলে ওঠেন তার চিরচেনা গতি আর অনিন্দ্যসুন্দর ড্রিবলিং নিয়ে।

সের্হিও বুসকেতসের পাস থেকে পাওয়া বল নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে এলচের পেনাল্টি বক্সে ঢোকেন মেসি। তার সামনে ছিল বেশ কয়েকজন ডিফেন্ডার। কিন্তু অতি পরিচিত ছোট্ট একটা আড়াআড়ি দৌড়ে সবাইকে বোকা বানান মেসি। এরপর বাঁ পায়ে বল পৌঁছে দেন এলচের জালে।

মেসি তার দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ৬৩তম মিনিটে। দানি আলভেসের পাস পেয়ে ডি বক্সের মাঝে তিন খেলোয়াড়কে অনায়াসে কাটিয়ে গোলটি করেন তিনি।

ম্যাচ শেষে বরাবরের মতোই মেসি-বন্দনায় মাতেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

“মেসি একমেবাদ্বিতীয়ম... রক্ষণাত্মক অথবা আক্রমণাত্মক; সে যেভাবেই চাইবে, সেভাবেই বিশ্বের সেরা খেলোয়াড় হবে।”