প্রস্তুতিতে সেনাবাহিনীকে হারাল ফুটবল দল

মিশুর হ্যাটট্রিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সেনাবাহিনীকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আর্মি স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে ৫-৪ গোলের জয় পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 05:34 PM
Updated : 23 August 2014, 05:34 PM

প্রথম প্রস্তুতি ম্যাচে সেনাবাহিনীকে ৩-১ গোলে হারিয়েছিল লোডভিড ডি ক্রুইফের ছাত্ররা।

শনিবারের ম্যাচে ১৪, ৫৬ ও ৬৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন মিশু। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ওয়াহেদ আহমেদ ও আমিনুর রহমান সজীব ১টি করে গোল করেন।

সেনাবাহিনীর হয়ে দুটি করে গোল করেন সিলোন ও তারেক।

মোট ৯ গোলের ৬টিই হয়েছে প্রথমার্ধে। তবে প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে ছিল সেনাবাহিনী। ৬৩তম মিনিটে মিশু ব্যক্তিগত হ্যাটট্রিক পূরণ করে ম্যাচে সমতা ফেরানোর কুড়ি মিনিট পর সজীবের গোলে জয় তুলে নেয় অনূর্ধ্ব-২৩ দল।

এশিয়ান গেমসের আগে নিজেদের ঝালাই করে নেয়ার জন্যই ম্যাচগুলো খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এবারের এশিয়ান গেমস। অবশ্য ফুটবল মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।

ইনচনে যাওয়ার আগে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ ও ২৯ অগাস্ট নেপালের সঙ্গে যথাক্রমে ঢাকায় ও সিলেটে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ওয়াহেদ-মিশুরা। ২৫ অগাস্ট ঢাকায় আসবে নেপাল দল।