ফাঁকা পোস্টেও গোল ‘মিস’

গোলরক্ষক নেই, বল খুব বেশি হলে গোললাইনের এক গজ দূরে; সেখান থেকেও গোল করতে পারলেন না ফুটবলার! জার্মানির বুন্দেসলিগায় শুক্রবার রাতে এমন ঘটনাই ঘটেছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সহজতম সুযোগটি নষ্ট করেন ভলফসবুর্গের জুনিয়র মালান্দা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 10:20 AM
Updated : 23 August 2014, 06:41 PM

বা দিক থেকে একটি ক্রস পেয়ে বল গোলে মারেন মালান্দা। কিন্তু বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়ারের গায়ে লেগে বল ক্রসবারে আঘাত করে। ফিরতি বলটি গোলরক্ষক শূন্য গোলবারের এক গজ সামনে পান মালান্দা।

তবে বেলজিয়ামের ডিফেন্সিভ মিডফিল্ডার মালান্দা বলে পা লাগালেও তা বাইরে চলে যায়। তিনি নিজে তো বটেই, হতাশায় মুষড়ে পড়েন কোচ কর্মকর্তারাও।

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় ম্যাচটি ২-১ গোলে হারে ভলফসবুর্গ।