রেফারির মাথায় হাত বুলিয়ে সিমেওনের লালকার্ড

রিয়াল মাদ্রিদকে হারিয়ে আতলেতিকোর শিরোপা জয়ের মুহূর্তটি গ্যালারিতে বসেই দেখতে হয় কোচ দিয়েগো সিমেওনেকে। চতুর্থ রেফারির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে মাথায় হাত দেয়ার অপরাধে আতলেতিকোর কোচকে ডাগআউট থেকে বহিষ্কার করা হয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 09:39 AM
Updated : 23 August 2014, 09:53 AM

ম্যাচের ২৫তম মিনিটে লাল কার্ড দেখেন সিমেওনে। এর আগে চতুর্থ রেফারির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। নিজেকে সামলাতে না পেরে তার পেছনের দিকে হাতও দেন তিনি।

মূল রেফারি ফের্নান্দেস বোরবালান পাশেই ছিলেন। বিষয়টি তার একদমই ভালো লাগেনি। সঙ্গে সঙ্গেই সিমেওনেকে বহিষ্কার করেন তিনি।

টাচলাইন ছাড়ার আগে আর্জেন্টিনার এই কোচ সমর্থকদের আরো বেশি করে চিৎকার করার জন্য উৎসাহ দেন।

শুক্রবার নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউতে প্রথম লেগটি ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা জেতে সিমেওনের দল।