সুপার কাপ জিতে গর্বিত সিমেওনে

রূপকথার যাত্রাটা না থামায় গর্বিত আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনের সুপার কাপ জেতার পর সেই গর্ব আর আনন্দের কথাই জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 07:22 AM
Updated : 23 August 2014, 07:22 AM

শুক্রবার নিজেদের মাঠে 'সুপারকোপা'র দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতে আতলেতিকো। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নবেউ থেকে ১-১ গোলে ড্র করে ফেরায় শিরোপা নিশ্চিত হয় তাদের।

১৫ বছরের মধ্যে এই প্রথম নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আতলেতিকোর জয় নিশ্চিত করা গোলটি হয় ম্যাচের শুরুতেই। সুপারকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে ৮১তম সেকেন্ডে দলকে এগিয়ে দেন মারিও মানজুকিচ।

এই জয়ের পর আতলেতিকো মাদ্রিদে সুখের আবেশ ছড়িয়ে পড়ার কথা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেন সিমেওনে।

“সুপার কাপ শিরোপা জয়ের স্বাদ আমাদের ক্লাবের অনেকেরই ছিল না এবং এটা আমাদের অনেক আনন্দ এনে দিয়েছে।...আমাদের সমর্থক ও খেলোয়াড়দের জন্য এটা গর্বের একটা উৎস।”

সুপার কাপে আতলেতিকোর এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯৮৫ সালে সুপার কাপ জেতে তারা।

আর ২০১১ সালে আতলেতিকোর দায়িত্ব নেয়ার পর সিমেওনের এটি পঞ্চম শিরোপা।