লা লিগার শুরুতেই অনিশ্চিত নেইমার

ব্রাজিল বিশ্বকাপে মেরুদণ্ডের কশেরুকায় আঘাত পাওয়া নেইমার আবারো চোট পেয়েছেন। গোড়ালিতে ব্যথার কারণে লা লিগায় দলের প্রথম ম্যাচে তাই ব্রাজিলের এই তারকার খেলা নাও হতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 11:35 AM
Updated : 22 August 2014, 11:35 AM

নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বার্সেলোনা নেইমারের চোট পাওয়ার খবরটি জানিয়েছে। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে জনপ্রিয় দলটি।

বিবৃতিতে বার্সেলোনা জানায়, বৃহস্পতিবারের অনুশীলনে নেইমার তার বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব হওয়ার কথা জানায়। পরে পরীক্ষায় তার পায়ে চোট ধরা পরে। ক্লাবের চিকিৎসকরা জানিয়েছে, নেইমার কত দ্রুত চোট থেকে সেরে ওঠে সেটার ওপরই তার অনুশীলনে ফেরা নির্ভর করছে।

কশেরুকার চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর গত সোমবার মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে গাম্পের ট্রফির ম্যাচ দিয়ে খেলায় ফেরেন বিশ্বকাপে চার গোল করা নেইমার। ক্যাম্প নউয়ের ওই ম্যাচে জোড়া গোল করে দলের ৬-০ গোলের জয়ে বড় অবদানও রাখেন তিনি।

শনিবার শুরু হচ্ছে লা লিগার এই মৌসুমের লড়াই।