লক্ষ্য কঠিন হয়ে গেল হকি দলের

এশিয়ান গেমসের হকিতে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:50 PM
Updated : 21 August 2014, 03:50 PM

‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান, চীন ও শ্রীলঙ্কা।

দুই গ্রুপের সেরা দুই দল সরাসরি সেমি-ফাইনাল খেলবে। বাকি ৬ দল পঞ্চম থেকে দশম স্থান পাওয়ার জন্য লড়বে।

এশিয়ান গেমসে এবার ষষ্ঠ হওয়ার লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ দল। তবে এই গ্রুপিংয়ের ফলে বাংলাদেশের ষষ্ঠ স্থান পাওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বলে মনে করেন কোচ নাভিদ আলম।

“এ-গ্রুপে সিঙ্গাপুরই আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে নিচে। গ্রুপ পর্বে তৃতীয় হতে হলে মালয়েশিয়া কিংবা জাপানকে হারাতে হবে এবং সেটা আমাদের পক্ষে কঠিন।”