কাবাডিতে কঠিন গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমসে কাবাডিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই ইভেন্ট থেকে পদক পাওয়ার স্বপ্নটা শুরুতেই ধাক্কা খেল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 03:27 PM
Updated : 21 August 2014, 03:27 PM

বৃহস্পতিবার কাবাডির পুরুষ ও মহিলা বিভাগের গ্রুপিং ঘোষণা করেছে ইনচন এশিয়ান গেমস কতৃপক্ষ। পুরুষ দলের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও পাকিস্তান এবং থাইল্যান্ড।

গত আসরে ভারত চ্যাম্পিয়ন ও পাকিস্তান তৃতীয় হয়।

মেয়েদের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ কোরিয়া ও ভারত। গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা এবং শেষ পর্যন্ত ব্রোঞ্জ জয় করেছিল তারা।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি সেমি-ফাইনালে উঠবে। সে হিসেবে মেয়েদের পদক পাওয়ার সুযোগ থাকলেও ছেলেদের সে সম্ভাবনা নেই বলা যায়।

এ পর্যন্ত এশিয়ান গেমস থেকে সোনা, রূপা ও ব্রোঞ্জ মিলিয়ে ৯টি পদক পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে ৬টিই জাতীয় খেলা কাবাডি থেকে পাওয়া। এই ইভেন্টে সোনা না পেলেও ৩টি করে রূপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

শক্তিশালী দলগুলোর গ্রুপে পড়ায় পদক জয়ের আশা কঠিন হয়ে গেল বলে মনে করছেন কাবাডি কোচ আব্দুল জলিল।

“পাকিস্তানকে হারানো কঠিন। গত ১২ বছর আমরা তাদের বিপক্ষে জিততে পারিনি। ভারতও শক্তিশালী দল।”

তিনি অভিযোগ করেন, গ্রুপিংয়ের নিয়ম ভেঙে স্বাগতিকরা সুবিধা নিয়েছে। কাবাডি থেকে ইনচনে বাংলাদেশের পদক পাওয়াটা তাই কঠিন হয়ে গেল।

আগামী ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে ১৭তম এশিয়ান গেমস।