আর্জেন্টিনার রোহোকে নিয়ে ইউনাইটেডের উচ্ছ্বাস

প্রথমে মার্কোস রোহো বললেন স্বপ্ন পূরণ হওয়ার কথা। এরপর স্পোর্তিং তাকে বিক্রি করার ঘোষণা দেয়। আর এখন ম্যানচেস্টার ইউনাইটেড উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছে, আর্জেন্টিনার এই ডিফেন্ডার তাদের খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 07:53 AM
Updated : 21 August 2014, 07:53 AM

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা ডিফেন্ডারকে ১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে ৫ বছরের জন্য দলে নেয়ার ঘোষণা দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

২৪ বছর বয়সী রোহো ইউনাইটেডে নাম লেখান পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবন থেকে। ইউনাইটেডের ৫ নম্বর জার্সি পাওয়ার পর তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলাটা একটা স্বপ্ন পূরণ।”

ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলা রোহোকে পেয়ে খুশি ইউনাইটেডের নতুন কোচ লুইস ফন গাল।

”মার্কোস প্রতিভাবান এক ডিফেন্ডার। সে সেন্ট্রাল ডিফেন্ডার অথবা লেফট-ব্যাক হিসেবে খেলতে পারে। তার সামর্থ্য, শারীরিক সক্ষমতা ও শেখার আগ্রহ আছে।”

সব মিলিয়ে রোহোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মনে করেন ফন গাল।

সব কিছু ঠিক থাকলে আগামী রোববার সান্ডারল্যান্ডের বিপক্ষে রোহোর ইউনাইটেড অভিষেক হতে পারে।