‘রিয়ালের সেরা দি মারিয়া’

ক্রিস্তিয়ানো রোনালদো নয়, গ্যারেথ বেলও নয়; আতলেতিতো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের মতে, রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:08 PM
Updated : 20 August 2014, 04:29 PM
মঙ্গলবার স্প্যানিশ সুপার কাপে রিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার সম্পর্কে  এ মন্তব্য করেন সিমেওনে।

গত কয়েক বছরে ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যেই সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুইবারের বর্ষসেরা খেলোয়াড় রোনালদোকে শুধু রিয়ালের নয়, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মনে করেন অনেকেই। তাছাড়া স্পেনের দলটিতে আছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলও।

কিন্তু আতলেতিকোকে গত মৌসুমের লা লিগা জেতানো কোচ সিমেওনের মতে, দি মারিয়াই রিয়ালের খেলার মূল কারিগর। মঙ্গলবারের দি মারিয়ার মাঠে নামার পরই ম্যাচের চিত্র বদলে যায় বলে মনে করেন ৪৪ বছর বয়সী সিমেওনে।

“দি মারিয়া (মাঠে আসার পরেই) ম্যাচ বদলে যায়। এটা যৌক্তিক, সেই তাদের সেরা খেলোয়াড়। মাঠে ম্যাচের গতিপথ পাল্টে দিতে সেই সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়।”

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে সুপার কাপের প্রথম লেগের ম্যাচে শুরু থেকেই অগোছালো ফুটবল খেলছিল রিয়াল। অবশেষে ৭৮তম মিনিটে লুকা মদরিচের বদলি হিসেবে দি মারিয়াকে নামান কোচ কার্লো আনচেলত্তি।

তার তিন মিনিট পরই প্রতিপক্ষের ডি বক্সের এক জটলার মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন রিয়ালের নতুন খেলোয়াড় হামেস রদ্রিগেস। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।