ম্যান ইউতে নিশ্চিত আর্জেন্টিনার রোহো

আর্জেন্টিনার লেফট-ব্যাক মার্কোস রোহোকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করতে রাজি হয়েছে স্পোর্তিং লিসবন। তবে রোহোর বদলি হিসেবে স্পোর্তিংয়ে ঢুকছেন ইউনাইটেডের নানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 10:18 AM
Updated : 20 August 2014, 10:18 AM

নানির তার পুরনো ক্লাবে ফেরা রোহোকে বিক্রির চুক্তিরই একটা অংশ বলে জানায় পর্তুগালের ক্লাব স্পোর্তিং। ২৪ বছর বয়সী রোহোর জন্য স্পোর্তিংকে ২ কোটি ইউরো দেবে ইউনাইটেড। এর সঙ্গে এক বছরের জন্য নানিকে ধারে স্পোর্তিংয়ে খেলতে দেবে তারা। আর এর জন্য পর্তুগালের ক্লাবটি ইউনাইটেডকে কোনো টাকা দেবে না।

৭ বছর আগে ছেড়ে যাওয়া ক্লাবে ফিরলেন ২৭ বছর বয়সী পর্তুগালের উইঙ্গার নানি।

শর্তের শেষ এখানেই নয়। স্পোর্তিং জানায়, ভবিষ্যতে রোহোকে ২ কোটি ৩০ লাখ মিলিয়ন ইউরোর বেশি মূল্যে বিক্রি করলে এই ফির ২০ শতাংশ তারা পাবে।

ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা উপহার দেয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডার রোহোকে দলে নিতে চায় ইউনাইটেড। ডিফেন্ডার রোহোও চাইছিলেন ইংল্যান্ডের সফল ক্লাবটিতে যোগ দিতে।

তবে ট্রান্সফার ফি আর স্পোর্তিংয়ের শর্ত নিয়ে এতদিন বনিবনা হচ্ছিল না বলে ইউনাইটেডে যেতে পারছিলেন না রোহো।

তবে সবকিছু ঠিক হয়ে যাওয়ায় ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার এখন নিশ্চিতভাবে ইউনাইটেডের।

রিও ফার্ডিনান্ড ও নেমানিয়া ভিদিচের ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ার শূন্যতা ইউনাইটেডের নতুন কোচ লুইস ফন গাল রোহোকে দিয়ে পূরণ করতে চান।