বেনফিকায় ব্রাজিলের গোলরক্ষক সেজার

ব্রাজিলের গোলরক্ষক জুলিও সেজার বেনফিকাতে নাম লিখিয়েছেন। বাজে একটা মৌসুম আর হতাশার এক বিশ্বকাপ কাটানোর পর পর্তুগালের ক্লাবটিতে নিজের ক্যারিয়ারটাকে নতুন জীবন দিতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 10:00 AM
Updated : 20 August 2014, 11:38 AM

৩৪ বছর বয়সী সেজারের সঙ্গে দুই বছরের চুক্তির খবর নিজেদের ওয়েবসাইটে দেয় পর্তুগালের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি।

গত মৌসুমটা সেজার শুরু করেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের (দ্বিতীয় বিভাগ) দল কুইন্স পার্ক রেঞ্জার্সে। তবে বাজে ফর্মের কারণে লিগে একটি ম্যাচও খেলা হয়নি তার। এর পর ধারে এমএলএসের ক্লাব টরন্টো এফসিতে যান তিনি।

শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভাব থাকার পরও লুইস ফেলিপে স্কলারি সেজারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখেন। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়ে নায়কও হয়ে যান তিনি। তবে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার পর সেই ভাবমূর্তি একেবারেই শেষ হয়ে যায়।

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোতে বেড়ে ওঠা সেজার ইতালির ক্লাব ইন্টার মিলানের গোলবার আগলান ৭ মৌসুম। এর মধ্যে ৫টি সেরি আ শিরোপাসহ একটি চ্যাম্পিয়ন্স লিগও জেতেন তিনি।

২০০৪ সালে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতেন সেজার। ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারায় ব্রাজিল। তবে এরপর দিদার কাছে জায়গা হারান সিজার। ২০০৬ বিশ্বকাপে খেলা হয়নি তার।

২০১০ বিশ্বকাপে দুঙ্গার দলে ছিলেন সেজার। সেই বিশ্বকাপটাও ভালো কাটেনি তার। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের কাছে তার ভুলেই হেরে যায় ব্রাজিল।