'গুরুতর নয়' রোনালদোর চোট

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পেনের সুপার কাপের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোটটি খুব বেশি গুরুতর নয় বলেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 09:52 AM
Updated : 20 August 2014, 09:52 AM

মঙ্গলবার সুপার কাপের প্রথম লেগে ম্যাচটিতে বিরতির পর আর মাঠে নামেননি রোনালদো। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে আতলেতিকোর সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল।

রোনালদোর চোটের বিস্তারিত জানতে আবার পরীক্ষা করাতে হবে। তবে ২৯ বছর বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ডের সবকিছু ঠিক থাকবে বলেই জানান আনচেলত্তি।

"সে একটু অস্বস্তি বোধ করছিল। আগামীকাল (বুধবার) বিষয়টি বিশ্লেষণ করে দেখব আমরা। তবে এটা গুরুতর কিছু নয়।"

রোনালদোর পরিবর্তে মাঠে নামা হামেস রদ্রিগেসের গোলে ৮০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে খেলা শেষের ২ মিনিট আগে গোলটি শোধ করে দেন আতলেতিকোর রাউল গার্সিয়া।