বেঁচে গেল আর্সেনাল, হিগুয়াইনের গোলে ড্র নাপোলির

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে ড্র করেছে আর্সেনাল ও নাপোলি। বেসিকতাসের বিপক্ষে আর্সেনালের ড্রটি গোলশূন্য। আর আতলেতিকো বিলবাওয়ের সঙ্গে নাপোলি ড্র করেছে আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের দুর্দান্ত এক গোলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 09:41 AM
Updated : 20 August 2014, 09:41 AM

টানা ১৭তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নেয়ার লড়াইয়ের প্রথম লেগে ভাগ্যের জোরেই তুরস্কের ইস্তানবুল থেকে ড্র নিয়ে ফিরতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

ম্যাচের শুরুতেই মাঝমাঠ থেকে আর্সেনালের গোলে কিক নিয়েছিলেন আগের রাউন্ডে ফেইয়েনুর্দের বিপক্ষে হ্যাটট্রিক করা বেসিকতাসের ফরোয়ার্ড দেম্বা বা। সেনেগালের এই ফরোয়ার্ডের শটটি আর্সেনালের গোলরক্ষক ফেরানোর পর গোলবারে গিয়ে লাগে। আর না হলে শুরুতেই এগিয়ে যেতে পারত তুরস্কের ক্লাবটি।

এরপর আরো কিছু ভালো সুযোগ পায় বেসিকতাস। কিন্তু গোল পায়নি তারা। ৮০তম মিনিটে মিডফিল্ডার অ্যারন রামজে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় বেশ বিপদেই পড়ে আর্সেনাল।

এদিকে নিজেদের মাঠে ম্যাচের ৪১তম মিনিটে স্পেনের দল বিলবাওয়ের সঙ্গে পিছিয়ে পড়ে নাপোলি। তবে ইতালির দলটি রক্ষা পায় আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইনের পায়ে।

তিনজন ডিফেন্ডারের মাঝে একটি পাস পান হিগুয়াইন। বুদ্ধিমত্তার সঙ্গে তিনজনকেই বোকা বানিয়ে নীচু শটে বলটি জালে পাঠান তিনি।